ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মার্চের পর ঢাকা সফরে আসবেন শ্রীলংকার প্রেসিডেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

ঢাকা: আগামী মার্চের পর কোনো একসময় শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে বাংলাদেশ সফরে আসবেন। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের দিনক্ষণ চূড়ান্ত করার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।



ঢাকায় অনুষ্টিত বাংলাদেশ ও শ্রীলংকার পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম ‘কনসালটেশন’ পরবর্তী সংবাদ সম্মেলনে মিজারুল কায়েস এতথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত শ্রীলংকায় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। কনসালটেশন বৈঠকে প্রেসিডেন্টের সফর নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষই দ্রুত এ সফর আয়োজনের বিষয়ে আগ্রহী।

এরআগে দিনভর রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় কনসালটেশন অনুষ্ঠিত হয়। এতে শ্রীলংকার পররাষ্ট্র সচিব সি আর জয়া সিংঘে এবং মিজারুল কায়েস নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।

মিজারুল কায়েস সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি গত ২০০৯ সালে শ্রীলংকা সফরের সময় রাজাপাকসেকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এখন উভয় পক্ষ সময় নির্ধারণের কাজ করছে। আমাদের আলোচনা ঠিক থাকলেও এ বছরের প্রথমার্ধেই সফরটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় :  ১৯৪৩ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।