ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাবিতে ছাত্রলীগ কর্মীদের মারধরে আহত ৩

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

জাবি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আল বেরুনী হলের (বর্ধিত ভবন) ৩ ছাত্রলীগ কর্মীকে মারধর করেছে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মীরা। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবন সংলগ্ন টারজান পয়েন্টে ওই ঘটনা ঘটে।



আহত ছাত্রলীগ কর্মীরা হলেন আল বেরুনী হলের (বর্ধিত ভবন) হাসিনুর রহমান মুন্সি শামিম (নৃ বিজ্ঞান বিভাগ, ৩৬তম ব্যাচ), মজ্ঞুর হোসেন (নৃ বিজ্ঞান বিভাগ, ৩৬তম ব্যাচ), আ ফ ম কামাল উদ্দিন হলের রিয়াজ হোসেন (নৃ বিজ্ঞান বিভাগ, ৩৬তম ব্যাচ)। তারা বিশ্বদ্যিালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যদর্শী শিক্ষার্থীদের সূত্রে জানাগেছে, বুধবার দুপুরে নৃ বিজ্ঞান বিভাগের ৩৬তম ব্যাচের এক ছাত্রীর সঙ্গে মার্কেটিং বিভাগের ৩৯ তম ব্যাচের ৩ ছাত্রীর কথা কাটাকাটি হয়।

এ ঘটনার পর ৩৯তম ব্যাচের ছাত্রীদের প নিয়ে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মী দেলায়ার হোসেন সোহেল নৃ বিজ্ঞান বিভাগের ৩৬ তম ব্যাচের ছাত্র এবং আল বেরুনী হলের (বর্ধিত ভবন) ছাত্রলীগ কর্মী মঞ্জুর হোসেনকে এ ঘটনার জন্য ৩৬ তম ব্যাচের ওই ছাত্রীকে মা চাইতে বলেন।

মঞ্জুর এতে অস্বীকৃতি জানালে সোহেলসহ মীর মশাররফ হোসেন হলের প্রায় ২০ জন ছাত্রলীগ কর্মী মঞ্জুরকেসহ রিয়াজ হোসেনকে (নৃ বিজ্ঞান বিভাগ,৩৬ তম ব্যাচ) বাঁশ দিয়ে মারধর করে।

পরে নৃ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং আল বেরুনী হলের (বর্ধিত ভবন) ছাত্রলীগ কর্মী হাসিনুর রহমান মুন্সি শামিম ঘটনার মীমাংসা করতে গেলে তাকেও মারধর করা হয়।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরজু মিয়া বাংলানিউজকে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০৬ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad