ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রশ্নপ্রত্র ফাঁস: রংপুরে আরো সাড়ে ২৮ লাখ টাকা জব্দ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

রংপুর: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার আটক শফিউর রহমানের জনতা ব্যাংক কেল্লাবন শাখা থেকে বুধবার আরো ২৮ লাখ ৫০ হাজার টাকা জব্দ করেছে পুলিশ।

এনিয়ে গত দুদিনে তার দুটি ব্যাংকের ৩টি অ্যাকাউন্ট থেকে ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।



প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া ২৬ জন মহিলা পরীক্ষার্থীর জামিনের আবেদন না-মঞ্জুর করেছেন আদালত। বুধবার রংপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হকের আদালত তাদের জামিনের আবেদন না-মঞ্জুর করেন ।
 
এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রংপুর জেলা পরিষদের পিয়ন আমজাদ হোসেন ও কেরানী আলাউদ্দিনকে বরখাস্ত করা হয়েছে।

রংপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী হাসান আহাম্মেদ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ’

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শফিউর রহমানসহ ১৬৭ জনকে বেসরকারি বিনোদন কেন্দ্র ‘ভিন্নজগৎ’ থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।