ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামের মেয়রের নিরাপত্তা চেয়ে জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামের নব নির্বাচিত মেয়র এম মনজুর আলমের নিরাপত্তা চেয়ে আদালতে জিডি করা হয়েছে। বাকলিয়া থানা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আলমগীর নুর চট্টগ্রামের মূখ্য মহানগর হাকিম হেলাল উদ্দিনের আদালতে জিডি করেন।



গত ৮ জুলাই চট্টগ্রাম থেকে সড়কে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন চট্টগ্রামের নতুন মেয়র মনজুর আলম।
 
আদালতে জিডি করার কথা স্বীকার করে বাকলিয়া থানা ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর নুর বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘মেয়রের গাড়ি দুর্ঘটনায় কয়েক দিন পার হলেও কাভার্ড ভ্যানটি সনাক্ত করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে প্রশাসনের কোনো উদ্যোগও দেখা যাচ্ছেনা। এ ব্যাপারে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় জিডি করতে পুলিশ অনাগ্রহ প্রকাশ করায় মঙ্গলবার আদালতে জিডি করেছি। ’

আদালতে মেয়রের নিরাপত্তা চেয়ে জিডি করার ব্যাপারে মনজুর আলম কিছু জানেন না বলে বুধবার টেলিফোনে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।