ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পুরোনো গাড়ি উচ্ছেদ শুরু বৃহস্পতিবার, মালিকরা বলছেন ‘আইওয়াশ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

ঢাকা: রাজধানীতে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া পুরনো ও অবৈধ গাড়ি উচ্ছেদ ও আটক অভিযানকে সরকারের ‘আইওয়াশ’ বলে মনে করছেন পরিবহন মালিক-শ্রমিকরা।

তারা বলছেন, গাড়ির ফিটনেস না থাকা সত্ত্বেও বিআরটিএ সনদ দেয় কীভাবে।



বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজ-এর সভাপতি রফিকুল ইসলাম কাজল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘এই উদ্যোগ সফল হবে না। কারণ সরকারের সিদ্ধান্তের কোনো ধরনের কার্যকারিতা নেই। ’

তিনি বলেন, ‘সরকার রাজধানীতে মিনিবাস চলাচলের আর কোনো পারমিট দেবে না বলে ঘোষণা দিলেও গতকাল মঙ্গলবার আন্তঃযোগাযোগ কমিটি’র (আরটিসি) সভায় ভিআইপি রোডে ২০টি মিনিবাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সরকারের উদ্যোগের নমুনা। ’

রফিকুল ইসলাম কাজল আরও বলেন, ‘২০ বছরের পুরোনো গাড়ির বেশিরভাগই লোকাল বাস। অভিযান চলাকালে এগুলো ঢাকার ভেতর প্রবেশ করে না। আবার অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে পড়ে। অথচ এ সময় দেখা যায় বিভিন্ন কোম্পানির আওতাধীন ৪-৫ বছরের পুরোনো গাড়ি কাঁচ ভাঙা, বাম্পার ভাঙা, রঙ জ্বলে যাওয়া, চাকা খারাপের দায়ে জরিমানা করা হয়। ’

কোম্পানির আওতাধীন গাড়ির ফিটনেস না থাকার কারণ জানতে চাইলে কাজল এক্ষেত্রে মালিকদের অবহেলাকেই দায়ী করেন।

সায়েদাবাদ বাস টার্মিনাল শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন হাওলাদার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি কে বলেন, ‘আমাদের গাড়িগুলোর যদি ফিটনেস না থাকে তাহলে বিআরটিএ ফিটনেস সার্টিফিকেট দেয় কীভাবে। আবার অনেক মলিক স্টাফ বাস এর নামে পুরোনো গাড়ি চালায়, সেগুলো কেন ধরা হয় না?

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-র পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘অবৈধ গাড়ি উচ্ছেদে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্তোষজনক অবস্থায় না আসা পর্যন্ত এ অভিযান চলবে। অভিযান চলাকালে ঢাকার বাইরে গাড়ি চলে যাওয়া এবং অভিযান শেষ হলে পুনরায় ফিরে আসা রোধের বিষয়টিও আমাদের পরিকল্পনার মধ্যে আছে। ’

তিনি আরও জানান, মেয়াদোত্তীর্ণ যানবাহনের পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহনও আটক করা হবে অভিযানে।


বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।