ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শরীয়তপুরে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

শরীয়তপুর: শরীয়তপুর জেলার বাস মালিকরা বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বাড়তি ভাড়া দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে মাইক্রোবাস, বেবি-টেম্পু-অটো রিক্সায়।  

জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আবদুল বারেক মিয়া বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি-কে জানান, শ্রমিক ইউনিয়নের ২টি বাস মালিক সমিতিতে ভর্তি করতে না চাওয়ায় বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ছাড়াও বিভিন্নভাবে শ্রমিকদের দ্বারা নির্যাতিত হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে শরীয়তপুর বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, ‘মালিকরা হঠাৎ করে চালকদের কাছ থেকে জোর করে চাবি নিয়ে গেছেন। এ বিষয়ে আমরা আর কিছুই জানি না। ’

এদিকে ধর্মঘটের বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে নিরাপত্তা জোরদার করার জন্য মালিক সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন খান জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।