ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বাস্থ্যনীতি দলীয় হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

ঢাকা: শিগগিরই স্বাস্থ্যনীতি প্রণয়নের ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বলেছেন, ‘এটি কোনো দলীয় স্বাস্থ্যনীতি হবে না। এটি হবে সর্বজনগ্রাহ্য।



বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় স্বাস্থ্যনীতি ২০১০ প্রণয়নের জন্য গঠিত জাতীয় কমিটির পর্যালোচনা বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই গ্রহণযোগ্য স্বাস্থ্যনীতি জাতির সামনে উপস্থাপন করা হবে। এজন্য  শিগগিরই গঠন করা হবে ওয়ার্কিং গ্রুপ। ’

উল্লেখ্য, স্বাস্থ্যনীতি প্রণয়নের লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে ৪৩ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটি যুগোপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে সরকারের কাছে পেশ করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহযোগিতা করবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।