ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

অ্যাটর্নি জেনারেলকে সেলফোনে হত্যার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১

ঢাকা: অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমকে সেলফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।

রোববার রাত পৌনে নয়টার দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাংলানিউজকে বলেন, ‘বিকাল ৪ বাজার ১০ মিনিট আগে আমার মোবাইল ফোনে টিঅ্যান্ডটি ফোন থেকে সেলফোনে কল আসলে আমি কলটি রিসিভ করি।



এরপর তিনি নিজে আর কিছু বলতে না চেয়ে তার তার ব্যক্তিগত সহকারীর সঙ্গে কথা বলতে বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলানিউজকে জানান, ফোনের  অন্য থেকে অ্যাটর্নি জেনারেলকে বলা হয় আগামী ৫ দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। নইলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। এছাড়া পরিবারের সদস্যদের ভয়ানক ক্ষতি করা হবে বলেও ওই ব্যক্তি হুমকি দেন।

এ ঘটনায় অ্যাটর্নি জেনারেলের ব্যক্তিগত সহকারী কবীর আহমেদ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।