ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

সাজ্জাদ হোসেন বাপ্পী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
রংপুরে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

রংপুর: বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলার শালমারা গ্রামে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ।

স্থানীয় সমাজ সেবা প্রতিষ্ঠান বেগম রোকেয়া শিখা সংসদের উদ্যোগে শনিবার বিকেলে মিঠাপুকুর উপজেলার শালমারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন শিখা সংসদের সভাপতি জিনাত মাহমুদ, সম্পাদক হাবিবুর রহমান সবুজ, কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ফয়জার রহমান খান প্রমুখ।

কম্বল পাওয়ার পর শালমাড়া গ্রামের ৭৫ বছরের বৃদ্ধ আলাউদ্দিন আলী বাংলানিউজকে জানান, তিনি এতোদিন ভীষণ কষ্টে শীতের রাতগুলো কাটিয়েছেন। এখন শীতের রাতে একটু শান্তিতে ঘুমোতে পারবেন।

কম্বল নিতে আসা বয়সের ভারে ন্যুব্জ পায়রাবন্দ এলাকার রমিজা বেগম, আকলিমা খাতুন, আকবর আলী, ময়েনউদ্দিন জানান, শীত এলে তাদের অনেক কষ্টে জীবনযাপন করতে হয়। শীতবস্ত্রের অভাবে তারা রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। বসুন্ধরার কম্বল পেয়ে তাদের সে কষ্ট দূর হয়েছে।

আগে সরকারি বা বেসরকারিভাবে কেউই এ এলাকার দরিদ্র মানুষের দুঃখকষ্টে এভাবে এগিয়ে আসেনি বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।