ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাবিতে বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী রোববার

ওয়ালিউল্লাহ, জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী রোববার উদযাপন করার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় সমাজবিজ্ঞান অনুষদে মঙ্গলপ্রদীপ জ্বালানো ও পিঠামুখ (পিঠা খাওয়ানো) করানো হয়।



প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে রোববার সকাল ১০টায় র‌্যালি, সাড়ে ১১টায় সমাজবিজ্ঞান সেমিনার কে Understanding Poverty শীর্ষক সেমিনার। এতে প্রধান বক্তা থাকবেন জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত।

এ ছাড়া রোববার সন্ধ্যায় ক্যাম্পাসের মুক্তমঞ্চে নাটক ‘সঙ’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাবি উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। সভাপতিত্ব করবেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক আবদুল বায়েস।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।