ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাকা আত্মসাতের ঘটনায় ২ দিনের রিমান্ডে ব্যাংক কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১

ঢাকা: স্বাক্ষর জাল করে গ্রাহকের হিসাব থেকে টাকা আত্মসাতের ঘটনায় সোস্যাল ব্যাংকের কর্মকর্তা সেলিম সরকারের (৩০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এএম জুলফিকার হায়াত এ রিমান্ড মঞ্জুর করেন।



মামলার এজাহার থেকে জানা যায়, আসামি সেলিম সরকার মতিঝিলের সোস্যাল ব্যাংক প্রধান শাখার সহকারী কর্মকর্তা। তিনি ব্যাংকের জনৈক গ্রাহক আব্দুল মান্নান স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে তার চেক বই তুলে গত ২৮ অক্টোবর ৯ লাখ টাকা এবং অপর গ্রাহক মনির উদ্দিনের স্বাক্ষর জাল করে তার হিসাব থেকে গত ২৩ ডিসেম্বর ৬ লাখ টাকা তুলে নেন।
 
ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে সেলিম সরকারকে চাপ দিলে তিনি গত ২৩ ডিসেম্বর পাঁচ লাখ টাকা ৩০ ডিসেম্বর ব্যাংকে জমা দেন।

আসামির স্বীকারোক্তিমতে তার ভাই সফিকের বাসা থেকে চেক বই দু’টি উদ্ধার করা হয়।
 
প্রতারণামূলকভাবে অন্যের স্বাক্ষর জাল করে তা দিয়ে গ্রাহকের হিসাব থেকে টাকা তুলে আত্মসাতের করার অভিযোগে ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল বাদি হয়ে গত ৩১ ডিসেম্বর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।