ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাউফলে বিলুপ্ত প্রায় পরিবেশ বান্ধব বাজ পাখির মৃত্যু

এম রহমান, বাউফল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
বাউফলে বিলুপ্ত প্রায় পরিবেশ বান্ধব বাজ পাখির মৃত্যু

বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলের এক বাগান থেকে উদ্ধার করার পর মারা গেছে অসুস্থ এক বাজপাখি।  

শনিবার বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নুরুল হক মৃধার বাড়ির বাগানে পাখিটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় যুবক গিয়াস উদ্দিন পাখিটিকে উদ্ধার করেন। কিন্তু শেষ পর্যন্ত পাখিটিকে বাঁচানো সম্ভব হয়নি।

এলাকাবাসীর ধারণা, কেউ হয়তো পাখিটিকে আঘাত করেছে, নয়তো বিষাক্ত কেনো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে পাখিটি। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে পরিবেশবান্ধব বাজ।

প্রসঙ্গত, বাড়ির পুকুর পাড়ে বা পরিত্যক্ত ভিটের রেইনট্রি ও কড়ই গাছের ডালে এক সময়  বাসা বেধে বসবাস করতে  দেখা যেতো বাজপাখিকে।   কিন্তু পরিবেশ পরিবর্তনের প্রভাব ও অবৈধ পাখি শিকারের কারণে বিরল প্রজাতির বাজ এখন বিলুপ্তির পথে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।