ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেরি সঙ্কটে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট

মানিকগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, জুলাই ৮, ২০১০

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরির সঙ্কট থাকায় বৃহস্পতিবার সকাল থেকে যানবাহন পারাপারে অচলাবস্থার সৃষ্টি হয়। ঘাটের দু’ পাড়ে আটকে থাকে শ’ শ’ যানবাহন।

যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ করপোরেশন (বিআইডাব্লিউটিসি)’র আরিচা কার্যালয় থেকে জানানো হয়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে মোট ১০টি রো-রো ফেরি চলাচল করে। এর মধ্যে বিভিন্ন সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, খানজাহান আলী, আমানত শাহ্ ও এনায়েতপুরী নামের চারটি ফেরি বিকল হয়ে পড়ে। মেরামতের জন্য এসব ফেরি এখন নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে আছে।

ফলে বেশ কিছুদিন ধরেই ৬টি রো-রো ও একটি কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন পারপারের কাজ চলছিল।   কিন্তু গতকাল রাতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের ফেরিটি হঠাৎ বিকল হয়ে পড়ায় এ সঙ্কট তৈরি হয়েছে।

স্থানীয় কারখানায় মেরামত সম্ভব নয় বলে এ ফেরিটিকেও নারায়ণগঞ্জে পাঠানো হচ্ছে বলে জানান বিআইডাব্লিউটিসি’র ম্যানেজার আশরাফুল্লাহ খান।

তিনি বলেন, ‘ফেরি সঙ্কট ও নদীতে তীব্র স্রোতের কারণে পারাপারে বেশি সময় লাগছে। ’

বিকল ফেরিগুলো মেরামত না করা পর্যন্ত এ দুর্ভোগ কমার কোনো সম্ভাবনা নেই বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।