ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এরশাদের রাডার ক্রয়ের মামলার সাক্ষী আসে নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১০

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে বিমানের রাডার ক্রয়ে দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ আবারো পিছিয়েছে। বৃহস্পতিবার কোন সাক্ষী না আসায় বিভাগীয় বিশেষ জজ মো. আব্দুল মজিদ পরবর্তী সাক্ষীর জন্য আগামী ১৯ আগষ্ট তারিখ ধার্য করেছেন।

                                                                                                                        
বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি শাহিন আহমেদ খান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে, মামলার বাদী দূনীর্তি দমন ব্যুরোর কর্মকর্তা হায়দার আলীকে বারবার সমন দেওয়ার পরও আদালতে হাজির করা যাচ্ছে না। মামলাটি গুরুত্বপূর্ণ ও ১৮ বছরের পুরানো বিধায় আইজির মাধ্যমেও বাদীকে সমন দেওয়া হয়েছে।

এরশাদের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, এরশাদ আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দিয়েছেন। মামলার অপর আসামী সাবেক বিমান বাহিনীর প্রধান সুলতান মাহমুদ, বিমান বাহিনীর প্রধানের সাবেক সহকারী মমতাজ উদ্দিন আহমেদ আদালতে উপস্থিত ছিলেন।

১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা মো. আলী হায়দার মামলাটি করেন।

১৯৯৪ সালে মামলার চার্জশিট দাখিল হলেও আসামিরা হাইকোর্টে মামলাটি খারিজের আবেদন করার দীর্ঘদিন নিম্ন আদালতের বিচারকার্য স্থগিত ছিল।

২০০৮ সালের ১৫ জুন মামলার বিচারকার্য পুনরায় শুরু হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামীরা পরস্পর যোগসাজসে আর্থিক সুবিধা প্রাপ্ত হয়ে নিজেদের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অধিক মূল্যে রাডার ক্রয় করে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি করে নিজেরা ওই টাকা আত্নসাত করেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘন্টা, জুলাই ৮,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ