ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবিতে ভর্তি হতে গিয়ে একজনের সনদ বাতিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হওয়ার সময় ধরা পড়া এক ভুয়া শিক্ষার্থীর স্নাতক সনদ বাতিল করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

সনদ বাতিল হওয়া শিক্ষার্থীর নাম দিলরুবা খানম তাপসী।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্রী ছিলেন।

উল্লেখ্য, ভর্তি প্রক্রিয়ায় অস্বচ্ছতা থাকার কারণে ২০০৯ সালে হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ২০ জন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করে তাপসী তাদের একজন।

এ ব্যাপারে গতকাল বুধবার সন্ধ্যায় সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারূন-অর-রশীদকে প্রধান করে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০২০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।