ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিসিসির চার কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১০

ঢাকা: দুর্নীতির অভিযোগে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) বর্তমান ও সাবেক চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অভিযুক্তরা হলেন ডিসিসি’র সহকারী স্বাস্থ্য কর্মকর্তা সানজিদা খানম, ডিসিসি’র সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে বিটিআরসি’র সচিব মাহবুব আহমেদ, ডিসিসি’র মশক প্রকল্পের সুপারভাইজার মো. মান্নান মিয়া ও অপর সুপারভাইজার শফিক আহম্মেদ।



মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ থানায় দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের করেন কমিশনের উপ-সহকারী পরিচালক চৌধুরী এমএন আলম। মামলাগুলোয় সর্বমোট ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।

শাহবাগ থানার অফিসার ইন চার্জ রেজাউল করিম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ভিন্ন ভিন্ন সময় পুকুর-জলাশয়ের কচুরিপানা পরিস্কার ও হাজামজা পুকুর সংস্কারের বিভিন্ন প্রকল্পের টাকা অগ্রিম তুলে আত্মসাৎ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।