ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে কমিশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১০

ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মানুষের মৃত্যু ও নিখোঁজ হওয়ার মতো মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা সহ্য করবে না জাতীয় মানবাধিকার কমিশন (জামাক)। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হবে।



বুধবার জামাক চেয়ারম্যান ড. মিজানুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘নিরাপত্তা হেফাজতে মানুষের মৃত্যু হয় ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। অথচ এমন ঘটনায় কারও জবাবদিহিতা থাকবে না, সভ্য সমাজ ও রাষ্ট্রে তা হতে পারে না। ’

বিষয়টি নিয়ে আইনমমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে এবং তিনিও এ ব্যাপারে একমত হয়েছেন বলে জানান ড. মিজান।

তিনি বলেন, ‘র‌্যাবের ডিজি ও পুলিশের ঊচ্চ-পর্যায়ের কর্মকর্তাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, কেউ সন্ত্রাসী বা ২০ মামলার আসামি হলেও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটানো যাবে না। এতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ুণœ হবে। ’

বাংলাদেশ সময় ১৭৫৫ ঘণ্টা, ৭ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।