ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে দুই পাউন্ড সাপের বিষসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
চাঁপাইনবাবগঞ্জে দুই পাউন্ড সাপের বিষসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ রাইফেলস-বিডিআর শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ২ পাউন্ড সাপের বিষসহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামের গাজলু মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৫, রামচন্দ্রপুরহাটের আলতাফ হোসেনের ছেলে ইমতিয়াজ আহম্মেদ (৩৮) ও চুনাখালী গ্রামের মহসিন আলীর ছেলে শাহজাহান আলী (৫০)।



বাংলাদেশ রাইফেলস-বিডিআর ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বকর আবু জানান, শনিবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরে আরামবাগ এলাকায় ধৃত শাহজাহানের ভাড়া বাড়িতে বিডিআর ক্রেতা সেজে যায়। সেখানে তারা শাহজাহানসহ ইমতিয়াজ ও রফিককে গ্রেফতার করে। বিডিআর জওয়ারা তাদের কাছ থেকে ২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করে।

তিনি জানান, প্যাকেটের গায়ে মেড ইন ফ্রান্স লেখা এবং কোবরা, রেড ড্রাগন কোম্পানি লেখা রয়েছে।

তিনি আরও জানান, এ সাপের বিষ তারা ভারতে পাচারের চেষ্টা করছিল।

গ্রেফতারকৃতদের রোববার দুপুরে সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বিডিআর।


বাংলাদেশ সময় : ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।