ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় দোষ স্বীকার করেছেন ২৭ বিডিআর জওয়ান

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া ১ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে অভিযুক্ত ২৯ জওয়ানের মধ্যে ২৭ জন দোষ স্বীকার করছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছে ১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ এর বিডিআর বিদ্রোহের বিচার কাজ রোববার সকাল ৯টায় শুরু হয়।

বিচারের এই তৃতীয় কার্যদিবস চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সোমবার সকাল ৮টা পর্যন্ত আদালত মূলতবী করা হয়।
 
১নং রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া সাংবাদিকদের জানান, বিদ্রোহের অভিযোগে ১ রাইফেল ব্যাটালিয়নের ২৯ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালত মামলার প্রসিকিউটরের বক্তব্য শুনে অভিযোগের প্রেক্ষিতে চার্জ গঠন করে। অভিযুক্ত ২৯ জওয়ানের মধ্যে ২৭ জন দোষ স্বীকার করে আদালতের কাছে মা প্রার্থনা করেন। বাকি ২ জন নিজেদের নির্দোষ বলে দাবি করেন। অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা, বিদ্রোহ সংঘটন, বিদ্রোহ প্ররোচনাসহ উস্কানীমূলক বক্তব্য প্রদানসহ নানা অভিযোগ আনা হয়।

আদালতে সভাপতিত্ব করেন বিডিআরে কুমিলা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এসএম ফরহাদ। তিন সদস্যের বিচারক প্যানেলের অপর দুই সদস্য হলেন লে. কর্নেল আক্তারুজামান ও মেজর মো. মাকসুদুল আলম। আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ১নং রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া, স্পেশাল প্রসিকিউটর হিসেবে সরকার পকে সহায়তা করেন গাজী জিল্লুর রহমান ও হাবিুররহমান শেখ। আদালতে এটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন মো. ফরহাদ আহমেদ।

উল্লেখ্য তাদের বিরুদ্ধে গত ২০০৯ সালের ২৫ও ২৬ ফেব্রুয়ারি ১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের অভিযোগ আনেন সুবেদার মেজর নূরুল করীমএবং তৎকালীন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আখলাস হোসেন ব্রাহ্মণবাড়িয়া বিচারিক আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতার করে জেলা কারাগারে পাঠান।

বাংলাদেশ সময় : ২১৩৩ ঘণ্টাম নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।