ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইভটিজিং : ভালুকায় শ্রমিকলীগ নেতার ১৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় ইভটিজিংয়ের অপরাধে জাতীয় শ্রমিকলীগের ভরাডোবা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মকবুল হোসেনকে (৩৫) ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেন।



জানা যায়, উপজেলার মেদুয়ারী গ্রামের ২ সন্তানের জননী স্বর্গীয় হরগোপালের স্ত্রী ভারতী রানী শ্রমিকলীগের ভরাডোবা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মকবুল হোসেনের (৩৫) বিরুদ্ধে শনিবার ভালুকা মডেল থানায় ইভটিজিংয়ের অভিযোগ দায়ের করেন।

রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ইভটিজার মকবুল হোসেনকে ভ্রাম্যমাণ আদারতের আইন অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি নরেন্দ্রনাথ সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভারতী রানীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে মকবুল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


বাংলাদেশ সময় : ২১২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।