ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হরতালে আইন-শৃংখলা বাহিনীকে সহনশীলতার সংগে দায়িত্ব পালনের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

ঢাকা :  হরতালে জনগণের জানমাল রক্ষায় আইন-শৃংখলা বাহিনীকে সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালনের  সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল আবদুস সালামের সভাপতিত্বে এক বৈঠকে এ সুপারিশ করা হয়।



বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা, অপরাধ পরিস্থিতি এবং চাঞ্চল্যকর মামলাগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

এ সময় সভাকে জানানো হয়, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো সময়ের তুলনায় ভাল।

পরবর্তী বৈঠক থেকে চাঞ্চল্যকর মামলাগুলোর অগ্রগতি প্রতিবেদন এমনভাবে উপস্থাপন করতে হবে যা দেখে বোঝা যায় মামলাটি নিষ্পত্তির অপেক্ষায়, মর্মে কমিটি পক্ষ থেকে সুপারিশ করা হয়।

সভায় কমিটির সদস্য স¦রাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, মির্জা আজম, মো. মুজিবুল হক, মো. হাবিবর রহমান, মো. নূরুল ইসলাম সুজন, সানজিদা খানম এবং মো. সফিকুল ইসলাম অংশগ্রহণ করেন।

বৈঠকে কিবরিয়া হত্যা মামলা ও দশ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগে আন্তর্জাতিক ক্রয় সংক্রান্ত বিষয়ে গঠিত ৩ (তিন) নং সাব-কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয় এবং বিষটি মূল কমিটি কর্তৃক গ্রহণ করা হয়।

স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad