ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘ঠাকুর উৎসব’ করবে ব্রিটিশ কাউন্সিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

ঢাকা: ঢাকার ব্রিটিশ কাউন্সিল রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫০ তম জন্ম তিথিতে আয়োজন করবে ‘ঠাকুর উৎসব’। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র নাথকে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন।



রোববার রাজধানীর ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন ব্রিটিশ কাউন্সিল-ঢাকার ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথু নোসলে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমিরেটস অধ্যাপক ড. আনিসুজ্জামান, বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান, বাংলাদেশি বংশোভূত ব্রিটিশ নৃত্য শিল্পী ও কোরিওগ্রাফার আকরাম খান এবং সাধনা নৃত্য বিদ্যালয়ের কর্ণধার লুবণা মরিয়ম।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ব্রিটিশ কাউন্সিলের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রবীন্দ্রনাথ যে শুধু বাঙালির কবি তাই নয়, ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগের মাধ্যমে সেটি প্রকাশ পাবে। ’

আকরাম খান বলেন, ‘রবীন্দ্রনাথ জন্মে ছিলেন বলেই আজ আমার এখানে আসা। না হলে আমি আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। ’

ঠাকুর উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান আকরাম।

উল্লেখ্য, ঠাকুর উৎসবটি শুরু হবে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে। আর চলবে মে মাস পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।