ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলগঞ্জে চাশ্রমিকদের সভা : পেটের পীড়ায় শিশুসহ ৭ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

মৌলভীবাজার : খাওয়ার অযোগ্য রেশনের আটা খেয়ে চা বাগানের শ্রমিকরা ডায়রিয়াসহ বিভিন্ন ধরনের পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন। তাছাড়া চা বাগান লাইনে অস্বাস্থ্যকর পরিবেশ, চা শ্রমিকদের জন্য নেই ন্যূনতম চিকিৎসাসেবা।

এসব কারণে সম্প্রতি নয়াপাড়া চা বাগানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ ৭ শ্রমিক মারা গেছে।

চা শ্রমিকদের মানসম্মত খাবার, শ্রম আইনে শ্রমিকদের সব সুযোগ-সুবিধা বাস্তবায়ন, চিকিৎসার সুব্যবস্থাসহ খসড়া ১১ দফা কর্মসূচি নিয়ে চা শ্রমিক সংঘের এক সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

রোববার বিকেলে শমশেরনগর অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমানে দুর্মূল্যের বাজারে একজন শ্রমিক দৈনিক ৪৮ টাকা মজুরিতে পরিবার পরিজন নিয়ে অনাহার-অর্ধাহারে দিনাতিপাত করতে বাধ্য হন। এ কারণে বাগানের শ্রমিকরা অপুষ্টিতে ভোগেন। বিশুদ্ধ পানির অভাব, চা বাগানে অস্বাস্থ্যকর পরিবেশ, ন্যূনতম চিকিৎসাসেবা ও চিকিৎসকের  অভাব, কোনো কোনো বাগানে নামে মাত্র চিকিৎসক থাকলেও তারা প্রায় সব রোগের জন্য একই ওষুধ দেন। মরণাপন্ন রোগীকেও হাসপাতালে পাঠানোর জন্য কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই।

সাম্প্রতিক সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নয়াপাড়া চা বাগানের শ্রমিক দুর্গামনি বাউরী (৩৫), চামটু বাউরী (৪৮), ভবানী রেলী (২৬), অরুণ হাড়ি (৪৮) এবং শিশুসন্তান দেবী বাউরী (১২), অনিতাভ রেলী (১৩) ড্রাইভার রামখেলান বানিয়া (৫৫) মারা গেছে।

চা বাগানে ডায়রিয়া দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসাবে তারা চা বাগানের আর্থ-সামাজিক অবস্থাকে দায়ী করেন।

চা শ্রমিকসংঘের আহবায়ক দীনেশ কর্মকারের সভাপতিত্বে ও রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নয়াপাড়া চা বাগানের প্রতিনিধি বাতাস রেলী, শ্রীবাড়ি চা বাগানের প্রতিনিধি অমল গোয়ালা, শমশেরনগর চা বাগানের গোপাল তাঁতি, রামকৃষ্ণ তাঁতি, মৃত্তিঙ্গা চা বাগানের লালচান ওরাং, সিলেটের মালনীছড়া রাবার শ্রমিকসংঘের সভাপতি জয়মাহাতœ কুর্মী, সদস্য রাজু বাউরী, কামারছড়া চা বাগানের বিদ্যাসাগর কর্মকার, চাশ্রমিক নেতা সুভাষ কর্মকার প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।