ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘কখনও হরতাল সমর্থন করিনি, ভবিষ্যতেও করব না ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

ঢাকা: বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ব্যবসায়ী হিসেবে আমরা কখনও হরতাল সমর্থন করিনি, ভবিষ্যতেও করব না।

রোববার বিকেলে ‘বাটেক্সপো-২০১০’ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংগঠনের কাওরানবাজার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

সালাম মুর্শেদী বলেন, ‘যদিও পোশাক শিল্প হরতালের আওতামুক্ত, তবু হরতালের কারণে সব শিল্পই ক্ষতিগ্রস্ত হয়, অন্যদেরও সমস্যা হয়। ’

তাই তিনি সব রাজনৈতিক দলকে একত্রিত হয়ে হরতালের বিকল্প কর্মসূচি নির্ধারণ করার অনুরোধ জানান।  

এবার বাটেক্সপো’র উদ্যোগ সফল হয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি।

তিনি বলেন, ‘বিশ্ববাজারে আমাদের পণ্যের চাহিদা বেড়েছে। এবার বাটেক্সপো-তে সাড়ে ৬ কোটি ডলারের সম-পরিমাণ পণ্যের রপ্তানি অর্ডার পাওয়া গেছে। এর মধ্যে স্টক লটের অর্ডার রয়েছে প্রায় ১৫ লাখ ডলারের। ’

গত বছর মোট রপ্তানি অর্ডার ছিল ৪ কোটি ২০ লাখ ডলারের।
 
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবার মেলায় বিভিন্ন দেশের ১৬২ জন ক্রেতা ও ২ হাজার ৮৭০ জন ক্রেতা প্রতিনিধি এসেছেন। গতবারের তুলনায় সংখ্যাটি বেশি।

আগত ক্রেতারা ফ্যাশন, ডিজাইন ও রঙের ওপর জোর দেওয়ার পাশাপাশি নতুন নতুন পোশাক উদ্ভাবনের ব্যাপারে পরামর্শ দিয়েছেন বলে জানান সালাম মুর্শেদী।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।