ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বিশ্ববিদ্যালয় ব্যবসার জায়গা নয়: আনু মুহাম্মদ

ওয়ালিউল্লাহ, জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
বিশ্ববিদ্যালয় ব্যবসার জায়গা নয়: আনু মুহাম্মদ

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, বিশ্ববিদ্যালয় ব্যবসার জায়গা নয়, এটা শিক্ষার জায়গা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মুল ফটক থেকে শহীদ মিনার পর্যন্ত সড়কদ্বীপের ৩৬টি গাছ কাটার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন পরবর্তী সংপ্তি সমাবেশে তিনি এ কথা বলেন।



বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।   শহীদ মিনার দেখা যায় না- এই অজুহাতে সম্প্রতি এসব গাছ কাটা হয়।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘মানুষকে আর হাসাবেন না। শহীদ মিনারকে আর অপমান করবেন না। ব্যবসায়ীদের ডাকতে শহীদ মিনারকে ব্যবহার করবেন না। ’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠান হলে এই গাছগুলোতে ব্যনার-ফেস্টুন লাগানো থাকতো। ছেলেমেয়েরা বিকেলে এসব গাছের নীচে আড্ডা দিত। ’

জাবি উপাচার্যের শুভবুদ্ধির উদয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আনু মুহাম্মদ বলেন, ‘প্রশাসন বলছে উন্নয়ন করতে হলে গাছ কাটতে হবে, গাছ কেটে কি উন্নয়ন করলেন তা আমরা জানতে চাই। ’

যারা আইন প্রণেতাদের দৃষ্টি আকর্ষণ করে আনু মুহাম্মদ বলেন, ‘জাবিতে গাছ কাটা হয়েছে। আপনারা এটা আমলে নিন। বিচার করুন। ’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে এই সময় অতিথি পাখি এসে ভরে যেত কিন্তু এবার লেকগুলোতে মাছচাষ করার ফলে এখনো অতিথি পাখি আসছে না। এর দায়দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। ’

তিনি পরিবেশ সংরণ নীতিমালা প্রণয়নেরও দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।