ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাষ্ট্রদূত মুন্সী ফয়েজের চাকরির মেয়াদ এক বছর বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

ঢাকা: চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

এছাড়াও উপ-সচিব পদমর্যাদার চার কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে।



রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের একাধিক প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ১০ নভেম্বর  ২০১০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর বাড়ানো হয়েছে।

এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. মোজাহেদ হোসেনকে জাতীয় গৃহায়ন কর্তৃপরে সচিব পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো. হুসনুল মাহমুদ খানকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সিনিয়র সহকারি সচিব) মো. সাইফুল্লাহিল আজমকে তথ্য কমিশনের উপ-পরিচালক এবং চট্টগ্রাম গাছবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) সানজিদা তাসমিন খান চৌধুরীকে রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন শীর্ষক প্রকল্পের সহকারী পরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ