ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো এখলাসের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

ঢাকা: ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হলো এখলাস উদ্দিন লোদির (৪৬) লাশ।

বৃহস্পতিবার দুপুরে আজিমপুর কবরস্থান থেকে তার লাশটি তোলা হয়।



মৃত এখলাস হোসেনের পিতার নাম আব্দুল কাদের। বাড়ি সিলেটের বিয়ানীবাজার থানার মাথিউড়াকান্দিতে। ঢাকায় রামপুরার তিন নম্বর ব্লকের তিন নম্বর রাস্তার ১৭ নম্বর বাসায় থাকতেন তিনি।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর হোসেন বাংলানিউজকে জানান, গত ১৩ অক্টোবর এখলাস উদ্দিনের মৃত্যু হয়। ২৭ অক্টোবর তার স্ত্রী অভিযোগ করেন, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এখলাসকে। এ অভিযোগের ভিত্তিতে তার লাশ কবর থেকে তোলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়নুল আলিমের উপস্থিতিতে আজিমপুর কবরস্থান থেকে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মৃতদেহ উত্তোলন করা হয়।

আত্মীয়স্বজনরা মৃতদেহ শনাক্ত করার পর বিকেল ৫টার দিকে তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসা হয় বলে জানান আসগর হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।