ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাবিপ্রবিতে এক ছাত্রলীগ কর্মী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

সিলেট : শৃংখলা ভঙ্গের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রলীগ কর্মীকে বৃহস্পতিবার বিকেলে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের শৃংখলা কমিটি।

বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীর সাজিদুল ইসলাম (সবুজ) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শেষ বর্ষে শিক্ষার্থী।

তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সামুজ্জামান চৌধুরী সুমন গ্রুপের কর্মী হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইশফাকুল হোসেন বাংলানিউজকে বলেন, গত ৯ নভেম্বর সাজিদুল ইসলাম  (সবুজ) অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাগরকে মারধর করে। প্রথমিকভাবে সাগরের অভিযোগ প্রমাণিত হওয়ায় সবুজকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অধিক তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে, অধিক তদন্তের জন্য ছাত্রহলের প্রভোস্ট প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম দিপুকে আহবায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ড. নিয়াজ আহমেদ ও ড. মিজানুর রহমান।  

বাংলাদেশ সময় : ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।