ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন শিল্পমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

ঢাকা : সমন্বিত বিমসটেক সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বৃহস্পতিবার ভারত গেছেন। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) আয়োজিত এ সম্মেলন শুক্রবার শুরু হবে।



সম্মেলনে বিমসটেকের জন্য একটি সমন্বিত কৌশল গ্রহণ ছাড়াও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বিমসটেক সদস্য দেশগুলোর বিনিয়োগ বাড়ানো, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন খাতে সদস্য দেশগুলোর সহায়তা জোরদার করার বিষয়ে আলোচনা হবে।

ভারতের গৌহাটিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিমসটেক বঙ্গোপসাগর নিকটবর্তী দেশগুলোর মধ্যে বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গঠিত একটি সংস্থা।

সম্মেলন শেষে ১৪ নভেম্বর শিল্পমন্ত্রী দেশে ফিরবেন।

বাংলাদেশ সময় : ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।