ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হযরত শাহজালালের (র.) মাজারের সামনে হাট না বসাতে আদালতের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

ঢাকা: সিলেটে হযরত শাহজালালের (র.) মাজারের সামনের রাস্তায় গরুর হাট বসানোর কার্যক্রম স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে এ হাট কেন অবৈধ হবে না জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।



সিলেটের জনৈক মো. ইসরাবের একটি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ইমান আলী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।

আদালত মাজারের সামনের রাস্তা দখল করে গরুর হাট বসানো কেন অবৈধ হবে না জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের রুল জারি করেছেন।

রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘কুরবানির ঈদকে সামনে রেখে যে কোনও শহরের যে কোনও স্থানে গরুর হাট বসানো অস্বাস্থ্যকর ও পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। আদালত স্থগিতাদেশ দেওয়ায় এবার সিলেটে হযরত শাহজালালের (র.) মাজারের সামনের রাস্তায় হাট বসবে না। ’

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।