ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে এক উত্ত্যক্তকারীর ৬ মাসের কারাদণ্ড

আসিফ ইকবাল কাজল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

ঝিনাইদহ: ঝিনাইদহে রুবেল (১৭) নামে এক উত্ত্যক্তকারীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে বিচারক সাজেবুর রহমান তাৎণিকভাবে এ আদেশ দেন।



এ বিষয়ে ঝিনাইদহ থানার উপ-পরিদর্শক মাহবুব আলম জানান, ‘বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গয়াসপুরের বখাটে রুবেল স্থানীয় সরকারি বালক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। খবর পেয়ে ইভটিজিং প্রতিরোধে গঠিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজেবুর রহমান ও ঝিনাইদহ থানার ওসি সগির মিঞা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং উত্ত্যক্তকারী রুবেলকে গ্রেফতার করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। ’

রুবেলের বাবা আব্দুর রব ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রসেস সার্ভেয়ার পদে চাকরি করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেজারত ডেপুটি কালেক্টর সাজেবুর রহমান জানান, ‘এক ছাত্রী অষ্টম শ্রেণীর সমাপনী পরীা দিতে আসছিল। রুবেল এ সময় তাকে উত্ত্যক্ত করে। ছাত্রীটির ভাই প্রতিবাদ করলে রুবেল তার ভাইকেও চাকু মারে। ’

পুলিশ জানায়, ঝিনাইদহে এটিই কোনো উত্ত্যক্তকারীর প্রথম কারাদণ্ডের ঘটনা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।