ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় দুটি পোশাক তৈরি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

ঢাকা: আশুলিয়া শিল্পাঞ্চলে বৃহস্পতিবার দুটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

নতুন মজুরি কাঠামোতে চলতি মাসের বেতন ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।



শ্রমিক বিক্ষোভে ও অসন্তোষের মুখে বৃহস্পতিবার সকাল থেকে এ দুটি কারখানার সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ জানায়, আশুলিয়ার বাঁশবাড়ী এলাকার মদিনা অ্যাপারেলস নামের পোশাক কারখানায় ঈদের আগেই চলতি মাসের বেতন, নতুন বেতন কাঠামো অনুযায়ী ঈদ বোনাস ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে সকাল থেকে আন্দোলনে নামে কারখানার ১ হাজার ৩শ শ্রমিক।

কাজ বন্ধ রেখে দিনভর তারা কারখানার ভেতরে বিক্ষোভে করেন।

এদিকে, অভিন্ন দাবিতে পার্শ¦বর্তী শিমুলতলী এলাকার ওপেক্স লিমিটেড নামের কারখানার শ্রমিকরা সকাল থেকেই কর্মবিরতি ও বিােভ করেন। এ  কারখানায় শ্রমিক সংখ্যা ৯শ ৫০ জন।

আশুলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কারখানা দুটিতে দাবি আদায়ে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। আমরা বলেছি, দাবি-দাওয়া থাকলে তা মালিকের সাথে বসে কিংবা শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে হবে। কোনো অবস্থাতেই রাস্তায় নেমে অরাজকতা সৃষ্টি করা যাবে না। ’

এদিকে, ঈদের আগে যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি মোকাবেলায় এলাকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, নতুন মজুরি কাঠামোতে চলতি মাসের বেতন ও ঈদের ছুটি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিনে বিােভ, কর্মবিরতি ও ভাঙচুরের ঘটনায় আশুলিয়া শিল্পাঞ্চল ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।