ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় ভুয়া র‌্যাব সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

পাবনাঃ  পাবনায় বৃহস্পতিবার দুপুরে তানজিল হাসান মৃদুল (২৭) নামের এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। মৃদুল সদর উপজেলার কৃঞ্চপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে।

তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মাসুম বিল্লাহ বাংলানিউজকে জানান, মৃদুল নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন মানুষের কাছ থেকে কৌশলে মোবাইল ফোন সেট, নগদ টাকা আদায় করে আসছিল।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে একইভাবে সে পাবনা মেরিল ফরেস্ট অফিসের ভিতরে প্রবেশ করে নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দেয়। এসময় তার শরীরে সাধারণ পোশাক থাকায় উপস্থিত জনসাধারণের সন্দেহ হওয়ায় তারা তাকে আটক করেন। পরে তাকে  গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।   তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মৃদুল এর আগে নিজেকে র‌্যাব পরিচয় দিয়ে প্রতারণার কথা স্বীকার করেছে।  

বাংলাদেশ সময়: ১৫২০ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।