ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যায়যায়দিনের স্পোর্টস রিপোর্টার তিতাসের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

ঢাকা: রাজধানীর মিরপুর ১০নং সেকশনের নিজ বাসায় দৈনিক যায়যায়দিনের স্পোর্টস রিপোর্টার কমল জোহা খান তিতাস আত্মহত্যা করেছেন।

মিরেপুর মডের থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খবর পেয়ে আমরা মিরপুর ১০ নম্বর সেকশনের বি-ব্লকের ২নং রোডের ১২ নম্বর ভবনের ১০২ নং ফাটের বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছি।



স্ত্রী নিগার সুলতানার বরাত দিয়ে ওসি জানান, বুধবার রাত ৯টার কমল জোহা তার রুমের দরজা বন্ধ করে দেয়। এরপর থেকে তার আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। সকাল ৯টার দিকে জানালা দিয়ে তাকালে দেখা যায় তিতাশ ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন।

ওসি ওয়াজেদ আলী জানান, তিনি বেশকিছুদিন ধরে গ্রামের বাড়ির সম্পত্তি ও চাকরি স্থলের বেতনের সমস্যার কারণে হতাশায় ভুগছিলেন। এ কারণে তিনি তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিবারের সদস্যদের অনুরোধে তার মৃতদেহ বাসাতেই রাখা হয়েছে।

পরিবারের সদস্যরা লিখিত আবেদন করলে মৃতদেহ ময়নাতদন্ত করা হবে না বলেও জানান ওসি ওয়াজেদ আলী।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।