ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হয়রানিমূলক মামলা: জাতীয় কমিটির বৈঠক পিছিয়ে মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

ঢাকা: রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক রোববার হচ্ছে না। মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকের কারণে আগামী মঙ্গলবার এ বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার-১ এর সহকারী সচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা রোববার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ ক্যাবিনেট বৈঠকের কারণে এই রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক মঙ্গলবার ১১টায় অনুষ্ঠিত হবে। ’

ওই বৈঠকে দেড় হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা উপস্থাপন করা হচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে।

১৯তম বৈঠক পর্যন্ত ৫ হাজার ৫৩৯ টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছিল।

২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি গঠন করা হয়। এ কমিটি বিগত চারদলীয় জোট ও তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের করা হয়রানিমূলক মামলার বিষয়ে সুপারিশ করে আসছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।