ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল মেহেরপুরে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল মেহেরপুরে

মেহেরপুর : স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত কার্যক্রমের জন্য আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল এখন মেহেরপুরে।

বুধবার সকালে

মঙ্গলবার  সন্ধ্যা সাড়ে ৬টার সময় ট্রাইব্যুনালের তিন সদস্য বিশিষ্ট তদন্ত দল মেহেরপুর পৌঁছায়।



ট্রাইব্যুনালের এসপি মোঃ মাহাবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, এডিশনাল এসপি মতিউর রহমান এবং এএসপি নুরুল ইসলাম সন্ধ্যা ৭টায় সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে রুদ্ধদার বৈঠকে মিলিত হন।

রুদ্ধদার বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম, পুলিশ সুপার শাহরিয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা অংশ নেন।

আজ বুধবার তদন্ত দল ঘাতক দালাল নির্মুল কমিটি, প্রজন্ম-৭১ ও মুক্তিযোদ্ধা সেক্টরস কমান্ডার ফোরামের সঙ্গেও বৈঠক করবেন।

বুধবার সকালে থেকে তারা স্বাধীনতার কেন্দ্র বাংলাদেশের অস্থায়ী রাজধানী মুজিবনগরসহ জেলার বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন করতে যান।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।