ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে স্ত্রী-হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

তৌহিদ জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

যশোর: স্ত্রী-হত্যার দায়ে যশোরে গহর খাঁ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক প্রমর চন্দ্র বিশ্বাস এ রায় দেন।



দণ্ডিত গহর খাঁ অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের গোপাল খাঁর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ১৭/১৮ বছর আগে গহর খাঁ ইছামতি গ্রামের আব্দুল শেখের মেয়ে নূরজাহানকে বিয়ে করেন। নূরজাহান তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। যে কারণে ইছামতি গ্রামে নূরজাহানকে বাড়ি করে দেন। গহর খাঁ ওই বাড়িতে আসা-যাওয়া করতেন।

২০০৬ সালের ২৩ ফেব্র“য়ারি রাতে নূরজাহানের বাড়িতে আসে গহর খাঁ। পরদিন সকালে ঘর থেকে নূরজাহানের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই হুমায়ুন শেখ অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। তবে এজাহারে উল্লেখ করেন, নূরজাহানকে তার স্বামী হত্যা করে থাকতে পারে।

ময়নাতদন্তের রিপোর্টে নূরজাহানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এরপর তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ রানা হত্যার সঙ্গে গহর খাঁ জড়িত উল্লেখ করে একই বছর ২৬ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন।

স্যা প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক গহর খাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

রায় শেষে গহর খাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad