ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

তানোরে ৩ নারীসহ ৫ জনকে গাছে বেঁধে নির্যাতন

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
তানোরে ৩ নারীসহ ৫ জনকে গাছে বেঁধে নির্যাতন

রাজশাহী: রাজশাহীর তানোরে গাছে বেঁধে একই পরিবারের ৩ নারীসহ ৫ জনকে নির্যাতন করে আহত করেছেন স্থানীয় বিএনপি এক নেতা ও তার ছেলেরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার চান্দুড়িয়া বাজারে প্রকাশ্যে এই নির্যাতন করা হয়।



এ ঘটনায় বিএনপি নেতা আশরাফসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী আলম ও শাহজাহান বাংলানিউজকে জানান, ‘জমিজমার বিরোধ নিয়ে স্থানীয় চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সার ডিলার আশরাফ আলীর সাথে একই গ্রামের মৃত রফাতুল্লাহ মণ্ডলের ছেলেদের বিরোধ চলে আসছিল।

সোমবার এ বিরোধের জের ধরে রফাতুল্লাহর ছেলে মামুন (৩০) আশরাফ আলীর বিরুদ্ধে থানায় একটি জিডি করেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মামুন চান্দুড়িয়া মোড়ে চায়ের স্টলে আসলে প্রতিপক্ষ আশরাফ ও তার ৪ ছেলে রাশেদুল, বাদশা, বাহাদুর ও সম্রাট তাকে ধরে নিয়ে গিয়ে প্রকাশে গাছের সাথে বেঁধে মারধর শুরু করে। এ সময় মামুনের ভাই সুমন (২৭) আসলে তাকেও ধরে একই গাছে বেঁধে নির্যাতন চালানো হয়। পরে ওই পরিবারের নারী সদস্যরা তাদের বাঁচাতে আসলে একে একে তিন বোন সখিনা (৩৫), শাবানা (২৫) ও কলেজ ছাত্রী তানিয়াকেও (২২) ধরে নিয়ে একই সাথে নির্যাতন শুরু করে। ’  

তারা জানান, ‘কলেজ ছাত্রী তানিয়াকে বাড়ির ভেতর নিয়ে গিয়ে উলঙ্গ করে পেটায় আশরাফের ছেলেরা। এ ঘটনায় পুরো এলাকাবাসী এক হয়ে ওই বাড়ি ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে। ’

এ বিষয়ে তানোর থানার অফিসার ইন চার্জ (ওসি) আজিজুল হক সরকার বাংলানিউজকে জানান, ‘জমিজমা নিয়ে আশরাফ আলীর সাথে নির্যাতিত পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে বিষয়টি আপসের উদ্যোগ নেওয়া হয়েছিল। সোমবার আপস বৈঠকে বসার  কথাও ছিল।

কিন্তু সেখানে আপস না হওয়ায় প্রতিপক্ষ আশরাফের বিরুদ্ধে মামুন থানায় লিখিত অভিযোগ দেন। এরই জের ধরে মঙ্গলবার আশরাফের লোকজন তাদের গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে নির্যাতন চালায়। ’

ওসি জানান, ‘ঘটনাস্থল থেকে নির্যাতিতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিএনপি নেতা আশরাফ (৪৬) ছেলে রাশেদুল (৩২), বাদশা (৩০), সম্রাট (২৭) ও বাহাদুর (২৫) নামের ৫ জনকে আটক করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।