ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পবিপ্রবি খুলছে আজ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১০
পবিপ্রবি খুলছে আজ

পটুয়াখালী: গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ রবিবার খুলছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হচ্ছে।

গত ২৫ জুন গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়েছিল।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১ম সেমিস্টারের সমাপনী পরীক্ষা বর্জনকারী ১৪০ শিক্ষার্থীর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক আ.ক.ম. মোস্তফা জামান জানান, কৃষি অনুষদের ১ম সেমিস্টারের শিক্ষার্থীরা যদি পড়ালেখার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করে তবেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১৩ ও ১৪ মে বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থী বহিষ্কারকে কেন্দ্র করে ওই শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেন।

গত ৬ জুন রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে পরীক্ষা বর্জনকারীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৩৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।