ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ওএমএসের ১১৪ বস্তা চালসহ ৬ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

গাজীপুর : গাজীপুরে খোলা বাজারে বিক্রির (ওএমএস) ১১৪ বস্তা চালসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন ইব্রাহিম (৩৫), আলী আকবর (৫০), মোয়াজ্জেম হোসেন (৩০), মো. শরিফ (৪০), আ. রহমান (৫৫) ও সোলায়মান মিয়া (৪০)।

মঙ্গলবার দুপুরে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর এলাকার আরপিগেট সংলগ্ন বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এরা সবাই ব্যবসায়ী ও মুদি দোকানি।

জয়দেবপুর থানার হোতাপড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজির ১১৪ বস্তা চালসহ তাদের আটক করা হয়েছে। ওএমএসের খোলা বাজারে বিক্রির চাল ওইসব দোকানে বেশি দরে বিক্রির অভিযোগে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময় : ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।