ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে বিডিআর বিদ্রোহের বিচারের রায় ২৩ নভেম্বর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

লালমনিরহাট : লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটেলিয়ন সদর দপ্তরের বিশেষ আদালতে বিডিআর বিদ্রোহের তৃতীয় দিনের বিচারকাজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ হয়েছে।

আগামী ২৩ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে।

ওইদিন বিকেলে রায় ঘোষণা করা হবে।

মঙ্গলবার সকাল ৯টায় এই বিচারকাজ শুরু হয়।

র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সকালে আদালতে হাজির করা হয় অভিযুক্ত ২৪ বিডিআর সদস্যকে।
 
গত তিন দিনে আদালতে অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৭ জন দোষ স্বীকার করলেও অপর ৭ জন অভিযুক্ত নিজেদের  নির্দোষ দাবি করছেন। আদালতে ২৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ শেষে দোষ স্বীকারকারী বিদ্রোহীদের প্রত্যেকেই আদালতে আপিল করেন।

৪ সদস্য বিশিষ্ট বিশেষ এই আদালতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর বিডিআর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালেহ। অপর তিনজন অ্যাটর্নি জেনারেল প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় ও বিডিআর কর্মকর্তা লে. কর্নেল মাজফুজ আলম পিএসসি ও মেজর দিদার আল-লতিফ আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন ও অ্যাড. রেজাউল করিম। রফিকুল ইসলাম মিঠু পাবলিক প্রসিকিউটর হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।