ঢাকা, শনিবার, ১৬ চৈত্র ১৪৩০, ৩০ মার্চ ২০২৪, ১৯ রমজান ১৪৪৫

জাতীয়

যন্ত্রপাতি না থাকায় উচ্ছেদ হয়নি কাঁঠালবাগানের হেলেপড়া ভবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
যন্ত্রপাতি না থাকায় উচ্ছেদ হয়নি কাঁঠালবাগানের হেলেপড়া ভবন

ঢাকা: যন্ত্রপাতি না থাকায় উচ্ছেদ করা সম্ভব হয়নি কাঁঠালবাগানের হেলেপড়া ভবন।

মঙ্গলবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা আমিনুর রহমান সুমন এ কথা জানান।



অথরাইজড অফিসার-১ আমিনুর রহমান সুমন বাংলানিউজকে বলেন, ‘সকালে বুয়েটের বিশেষজ্ঞ দল যে সব যন্ত্রপাতি উদ্ধার কাজের জন্য চায়, তা রাজউকের নেই। এ জন্য রাজউক রিহ্যাবের সহায়তা চেয়েছে। ’

তিনি আরও বলেন, ‘ভবনে উঠে রাজউক উচ্ছেদ চালাতে চেয়েছিল। কিন্ত তা ঝুকিপূর্ণ হওয়ায় বুয়েটের বিশষজ্ঞরা এতে রাজি হননি। ’

ভবন অপসারনে স্টে ফোল্ডিং মেশিন, পাওয়ার ক্রেন ও প্রুফিং মেটেরিয়াল মেশিন চেয়েছে বুয়েট।
 
তবে রাজউকের এ দাবি মানতে চাননি বুয়েটের বিশেষজ্ঞ অধ্যাপক ড. মেহেদি আহমেদ আনসারী। তিনি বলেন, ‘র‌্যাঙ্গস ভবন ভাঙার সময় রাজউক ৭০ লাখ টাকা ব্যায়ে যন্ত্রপাতি কিনেছিল। সে যন্ত্রপাতি দিয়েই এ ভবন অপসারণ সম্ভব। ’

তিনি আরও বলেন, ‘এ ভবন উচ্ছেদে আমি বুয়েটের বিশেষজ্ঞ হিসেবে রাজউককে সহায়তা করব। তাই রাজউককে বলেছি আগের সেই যন্ত্রপাতি খুজে বের করতে। ’

তবে রাজউকের এক সূত্র জানায়, দুর্নীতি কর্মকর্তারা গোপনে ৭০ লাখ টাকার যন্ত্রপাতি ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছে।

এ বছরের জানুয়ারিতে রাজউক চেয়ারম্যান প্রকৌশলি মুহাম্মদ নুরুল হুদা জানান, অবৈধ বা আইন অমান্যকারী ভবন উচ্ছেদের জন্য রাজউক বর্তমানে বিদেশ থেকে অত্যাধুনিক এবং যুগোপযুগি যন্ত্রপাতি আমদানির কাজ শুরু করেছে। এরই এসব যন্ত্রপাতি এবং প্রযুক্তির তালিকা তৈরি করে আর্ন্তজাতিক টেন্ডার আহবানের কাজ শুরু হয়েছে। কাজে গতি আনা এবং জানমালের ক্ষয়ক্ষতি রোধ করতেই এ সিদ্ধান্ত নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে রাজউক।

বাংলাদেশ সময়: ১৮৪০ নভেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।