ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সাভারে ডাকাতি, ৫ লাখ টাকার মালামাল লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

সাভার: সাভারে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৫ লাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাভার থানাসংলগ্ন পাবর্তীনগরে ব্যবসায়ী আব্দুর রহমানের বাসায় ডাকাতির ঘটনা ঘটে।



বাড়িওয়ালা জানান, রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমাতে যাওয়ার সময় তার পরিবারের এক সদস্যের নাম ধরে বাইরে থেকে ডাকাডাকির পর তিনি দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে ৬/৭ জনের সশস্ত্র ডাকাতদল বাসায় ঢুকে তার স্ত্রী সাবিহা খাতুনসহ পরিবারের অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা, আটভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসেটসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

তিনি জানান, থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, এটা কোনো ডাকাতির ঘটনা নয়। হেরোইনসেবীরা এটা করে থাকতে পারে। ডাকাতি হয়েছে বলে কাউকে জানানোর দরকার নেই এবং এ বিষয়ে কোনো মামলা করারও দরকার নেই।

অপর দিকে, সাভার থানার ওসি মাহবুবুর রহমান জানান, জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।