ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংড়ায় বদলি পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার, ১ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
সিংড়ায় বদলি পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার, ১ মাসের কারাদণ্ড

নাটোর: নাটোরের সিংড়ায় কারিগরি শিক্ষাবের্ডের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিতে এসে সাইফুল ইসলাম (১৯) নামের এক ভুয়া পরীক্ষার্থী আটক হয়েছে।

আটক পরিক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সিংড়ার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি।


সাজাপ্রাপ্ত সাইফুল সিংড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিংড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে বিলদহর টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ট্রেড বিষয়ে নবম শ্রেনীর ছাত্র আশিকুল ইসলাম বাধনের (রোল নং ৩৪৬২১৭) পক্ষে পরীক্ষা দিচ্ছিল সাইফুল ইসলাম।

সকাল ১১ টার দিকে পরীক্ষার্থীদের খাতা স্বাক্ষর করতে গিয়ে আশিকুর ইসলামের প্রবেশ পত্রে  ছবি পাওয়া যায়নি। প্রবেশ পত্রে  ছবি  না পেয়ে কেন্দ্র সচিব আবু বক্কর সিদ্দিক বিষয়টি সিংড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনিকে জানান।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে মোবাইল কোর্ট অ্যাষ্ট ২০০৯ ক্ষমতা বলে, পাবলিক পরীক্ষা অপরাধ ১৯৮০ অ্যাষ্ট ৩ধারা অনুসারে ভুয়া এ পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন।

আতাউল গনি বাংলানিউজকে জানান, সাজপ্রাপ্ত সাইফুলকে দুপুরে সিংড়া থানায় সোর্পদ করা হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।