ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিশ্ব শিশু দিবস পালন করবে জাগো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

ঢাকা: রাজধানী ঢাকাতে পথ শিশুদের নিয়ে আগামী ১১ নভেম্বর ‘বিশ্ব শিশু দিবস’ পালনের উদ্যোগ নিয়েছে জাগো ফাউন্ডেশন।

এ উপলক্ষে মঙ্গলবার প্রেসকাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটির কর্মকর্তারা।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক করতি রাকশন্দ।  

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘জাগো ফাউন্ডেশন সবসময় শিশুদের নিয়ে কাজ করে। এ বছর শিশু দিবস পালন উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে-পথ শিশুদের মাঝে ফুল বিতরণ, তাদের জন্য খেলাধুলার আয়োজন, খাবারের ব্যবস্থা করা প্রভৃতি। এসব কর্মসূচিতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ও টিভি ব্যক্তিত্বরা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী, অ্যাডকম লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নাজিম ফারহান চৌধুরী, জাগো ফাউন্ডেশনের ট্রেজারার তানভীর কাদের প্রমুখ।

উল্লেখ্য, জাতিসংঘের নির্ধারিত দিন অনুযায়ী প্রতি বছর ২০ নভেম্বর পালিত হয় বিশ্ব শিশু দিবস।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।