ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়ায় ফেরি থেকে বাস ও ট্রাক পদ্মায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
পাটুরিয়ায় ফেরি থেকে বাস ও ট্রাক পদ্মায়

ঢাকা: পাটুরিয়া ফেরিঘাটে ফেরি থেকে নামার সময় মঙ্গলবার একটি বিকল বাস ও ট্রাক পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে।

মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটায় এ ঘটনা ঘটে।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার পাটুরিয়া ঘাট ম্যানেজার মোহাম্মদ আশরাফউল্লাহ বাংলানিউজকে এ তথ্য জানান।

ঘাট ম্যানেজার বলেন, ‘বাসটিতে কোনো যাত্রী ছিল না এবং ট্রাক চালকসহ অন্যরা সবাই তীরে উঠতে সক্ষম হন। ’  

তিনি বলেন, ‘দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠা বাস ও ট্রাকটি পাটুরিয়া ঘাটের ৪ নম্বর পন্টুনে নামার সময় নদীতে পড়ে যায়। ’

আশরাফউল্লাহ বলেন, ‘দুর্ঘটনায় বিকল হওয়া সোহাগ পরিবহনের বাসটিকে ওই ট্রাকটি টেনে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল। ’

তিনি বলেন, ‘বিকেল সোয়া পাঁচটার দিকে ফেরি থেকে নামার পথে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পেছনের দিক দিয়ে বাসটিসহ নদীতে পড়ে যায়। ’

বাস ও ট্রাকটি উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে পাটুরিয়া ঘাট ম্যানেজার বলেন, ‘উদ্ধার প্রক্রিয়া সময় সাপেক্ষ ব্যাপার। ’

বাস ও ট্রাক মালিকদের বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান তিনি। শিবালয় থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।