ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে সোনালী ব্যাংক নৈশপ্রহরী হত্যা: ঘাতক ছিল ব্যাংকের ভেতর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

ঢাকা: টাকা লুট করার চেষ্টার সময় নৈশপ্রহরী টের পেয়ে যাওয়ায় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় রাজধানীর সোনালী ব্যাংক সূত্রাপুর শাখার নৈশপ্রহরী মো. আব্দুল জব্বারকে।

সূত্রাপুর থানায় দায়েরকৃত হত্যা মামলার তদন্তের সূত্র ধরে মঙ্গলবার সকালে পুলিশ মালাকাটোলা থেকে ঘাতক হানিফকে গ্রেফতার করে।



সূত্রাপুর থানার অপারেশন কর্মকর্তা এবিএম ফরমান আলি বাংলানিউজকে জানান, ‘ঘাতক হানিফ পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ’

ফরমান আলি জানান, ‘হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে হানিফ পুলিশকে জানায় যে, ব্যাংকের টাকা লুট করার পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন গত ২৫ অক্টোবর দুপুর ৩টা থেকে সে ব্যাংকের ভেতর লুকিয়ে ছিল। রাতে নৈশপ্রহরী আব্দুল জব্বার কিছু সময়ের জন্য ব্যাংক কার্যালয় ছেড়ে বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যাংকের ভেতরে কয়েকটি আলমারি ভেঙে ফেলে। আলমারির ভেতরে কোনো টাকা-পয়সা না পেয়ে সে ব্যাংক ত্যাগ করার আগে বাথরুমে যায়। ’

অপারেশন কর্মকর্তা জানান, ‘এ সময় আব্দুল জব্বার ফিরে এলে হানিফের উপস্থিতি টের পেলে হানিফ তার সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে আব্দুল জব্বারের মাথায় আঘাত করে। এতে জব্বার জ্ঞান হারিয়ে ফেলেন। তার মাথায় উপর্যুপরি আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে আব্দুল জব্বার মারা যান। ’

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর সকালে রাজধানীতে পুলিশ সোনালী ব্যাংকের সূত্রাপুর শাখার কার্যালয়ের ভেতর থেকে নৈশপ্রহরী আব্দুল জব্বার মিয়ার মৃতদেহ উদ্ধার করে। এ সময় তার মাথা থেতলানো ও গভীর জখমের চিহ্ন ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি উদ্ধার করে। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।