ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহত

কাজী এনামুল হক, জেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

কুমিল্লা: কুমিল্লা সদর দণি উপজেলার ধনপুরে মঙ্গলবার বৈরাগী দিঘী ভরাটের চিত্র ধারণ করায় সন্ত্রাসীদের হামলায় স্থানীয় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আহত সাংবাদিকদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



সূত্র জানায়, দুপুর সোয়া একটায় ধনপুরে ডা. মহিউদ্দিনের মালিকাধীন বৈরাগী দিঘী ভরাটের চিত্র ধারণ করেন স্থানীয় দৈনিক রুপসী বাংলার ফটো সাংবাদিক বাহার রায়হান ও ইসলামী টিভি, ফোকাস বাংলার প্রতিনিধি ওমর ফারুকী তাপস।

দিঘী ভরাটের স্থির চিত্র ধারণ করে ফেরার সময় বৈরাগী দিঘীর মালিক ডা. মহিউদ্দিনের ছেলে হিমেলের নেতৃত্বে ২২/২৫জন সন্ত্রাসী দুই সাংবাদিকের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের চাপাতি দিয়ে ফটো সাংবাদিক বাহার রায়হানের মাথায় আঘাত করে। এসময় সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ফোনসেট ছিনিয়ে নেওয়া হয়।

এদিকে এ হামলার ঘটনার তাৎক্ষনিকভাবে তীব্র নিন্দা ও অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

বিএমএ’র পে সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।