ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে কেমিক্যাল বিস্ফোরণে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

সাভার: সাভারের আশুলিয়ায় শনিবার রাতে একটি কাপড় প্রিন্টিং কারখানায় কেমিক্যাল বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম আশরাফ প্রমানিক (২৫)।

আশুলিয়ার এ ঘটনা ঘটে।

মধ্যগাজিরচট গ্রামে এনডি প্রিন্টিং এন্ড এম্ব্রয়ডারি নামের একটি কাপড় প্রিন্টিং কারখানায় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,  কেমিকেল ভর্তি একটি ড্রাম ড্রিল মেশিন দিয়ে কাটার সময় ড্রামটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন আশরাফ। পরে তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তার বাবার নাম আবুল বাশার। বাড়ি পাবনা জেলার গয়েশ্বরপুর গ্রামে।

কারখানার শ্রমিকরা জানান, কেমিকেলের ড্রামের মুখ চেস্টার পর-ও না খোলার কারণে ড্রিল দিয়ে ওই ড্রাম কাটার চেষ্টা করছিলেন আশরাফ।

আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি অপ-মৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময় ০৯১৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।