ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতকানিয়ায় পুকুর দখলকে কেন্দ্র করে গোলাগুলি: আহত ১৫

চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

চট্টগ্রাম: পুকুরের দখলকে কেন্দ্র করে নগরীর সাতকানিয়া থানার খাগারিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ২ জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটেছে।

পুকুরের দখলকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান মোতালেব ও নুরুল ইসলাম গ্রুপের মধ্যে ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় গুলিতে গুরুতর আহত হয় জসিম (২৭) ও সাদেক (৩০) নামে দুই তরুণ। আহত অন্যরা হলেনÑ বেলাল, আবুল হাশেম, কাশেম, আহমদ হোসেন, নুরুল আফসার প্রমুখ।

চট্টগ্রাম হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল জিয়াউর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’র কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে সাতকানিয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের ভয়ে পশ্চিমপাড়া এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে বলে স্থানীয় লোকজন জানায়।

বাংলাদেশ সময় ১১৪৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad